ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী (হার্ডকভার) |
||
Author | : | ড. হাসসান শামসি পাশা |
---|---|---|
Category | : | ইসলামি বই: আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, নারী সম্পর্কীয়, |
Publisher | : | রুহামা পাবলিকেশন |
Price | : | Tk. 270 |
তোমার ভিতরেই আছে আগামী পৃথিবীর রূপকার।
প্রিয় বোন,
আমার এই আহ্বানে বিস্মিত হইও না।
কারণ, তুমিই আগামী প্রজন্মের গর্ভধারিণী মা—
যে নিজের কোলে গড়ে তুলবে ভবিষ্যতের আলিম, নেতা, সংস্কারক, মুজাহিদ এবং তাকওয়াবান উম্মতের উত্তরসূরি।
আজ যখন বিশ্বের নানা প্রান্তে নারীদের নিয়ে চলছে কথার ফুলঝুরি—
কেউ বলছে, নারীরা নিপীড়িত!
কেউ বলছে, তারা স্বাধীনতা থেকে বঞ্চিত!
কেউ তাদের নিয়ে কবিতা লিখছে, কেউ শ্লোগান দিচ্ছে।
তবে তারা কি সত্যিই নারীদের কল্যাণ চায়?
না, তারা চায় নারীদের ঘর থেকে টেনে এনে পণ্যের মতো ব্যবহার করতে, তাদের নারী-সত্তাকে পণ্য করে তুলতে!
আমার আহ্বান ভিন্ন।
আমার আহ্বান নবীজির (সা.) আদর্শ থেকে উৎসারিত,
যিনি নারীদের মর্যাদা দিয়েছেন, সংরক্ষণ করেছেন, শিক্ষায় অংশীদার করেছেন, আর রসূলত্বের বার্তায় তাদেরকে সমভাবে ভাগিদার করেছেন।
নবীজি (সা.) ইদের দিন পুরুষদের খুতবা শেষে নারীদের উদ্দেশে পৃথক ভাষণ দিতেন।
এক নারী এসে বললেন, “হে আল্লাহর রাসূল, পুরুষেরা তো আপনার কাছে আসে, আমাদের জন্যও একটি দিন নির্ধারণ করুন।”
— নবীজি নির্ধারণ করলেন। এবং নারীদের উদ্দেশে বলতেন বিশেষ কথা।
(সহিহ বুখারি ৭৩১০)
বিদায় হজের দিন তিনি বললেন:
“নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তারা তোমাদের কাছে আল্লাহর আমানত।”
(সুনান আবু দাউদ ১৯০৫)
তিনি বলেন:
“তোমাদের মধ্যে উত্তম সে-ই, যে তার পরিবারের কাছে উত্তম। আমিই তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম।”
(তিরমিজি ৩৮৯৫)
এই নবী (সা.) সেই মানুষ, যিনি সেনাবাহিনীকে অপেক্ষা করিয়েছেন শুধু আয়িশা (রা.)-এর একটি হার খুঁজে পাওয়ার জন্য!
এই আয়েশার কারণে নাজিল হয় তায়াম্মুমের আয়াত!
এই নারী—আয়িশা, আমাদের দীন, হাদীস ও ফিকহের অর্ধেকেরও বেশি জ্ঞান বহন করেছেন!
প্রিয় বোন,
তোমার গর্ভেই জন্ম নিয়েছে ইমাম শাফিয়ি, ইমাম আবু হানিফা, ইবনে তাইমিয়া, মালিক, আহমদ, উমর বিন আব্দুল আজিজের মতো মনীষীরা।
তুমি শুধু সন্তান জন্ম দাও না—
তুমি উম্মতের ইতিহাসও জন্ম দাও।
তোমার হাতেই গড়া হবে সে সন্তান,
যে হয়তো কুরআনের খাদেম হবে,
কিংবা শিরকে নিমজ্জিত সমাজের রাহবার হয়ে উঠবে।
তুমি নও শুধু এক নারীর নাম,
তুমি এক সভ্যতার সূচনা।
তাই প্রিয় বোন,
নিজেকে চেনো, গড়ো এবং দীনের আলোয় উদ্ভাসিত হও।
তাহলেই তুমি হবে সেই রত্ন, যাকে দেখে ফেরেশতারা গর্ব করে আর শয়তান কাঁপে।
Title | ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী |
---|---|
Author | ড. হাসসান শামসি পাশা |
Translator | আব্দুল্লাহ ইউসুফ |
Publisher | রুহামা পাবলিকেশন |
Pages | 272 |
Edition | 1st Published, 2021 |
Country | Bangladesh |
Language | Bangla |
23%
25%
25%
30%
30%
30%
Please login for review