বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত (হার্ডকভার) |
||
Author | : | মাওলানা ইসমাইল রেহান |
---|---|---|
Category | : | ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি গবেষণা, সমালোচনা, |
Publisher | : | নাশাত পাবলিকেশন |
Price | : | Tk. 357 |
'আপনার মাইন্ড কন্ট্রোল করা হচ্ছে' কথাটা শুনলে কেউ কেউ হেসে উড়িয়ে দেন। ভাবেন, এগুলো গুজব কিংবা ভিত্তিহীন কন্সপাইরেসি। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে যুদ্ধের দুটো ধারা এখনও প্রচলিত রয়েছে৷ একটি চোখে দেখা যায়, অন্যটি দেখা যায় না। প্রথমটি সশস্ত্র, যেখানে মানুষ হত্যা করা হয়৷ রক্ত প্রবাহিত হয়৷ দ্বিতীয় প্রকার যুদ্ধে খুনখারাবি, অরাজকতা হয় না বটে; তবে আক্রমণটা নেমে আসে চিন্তাজগতে৷ লড়াইটা হয় বুদ্ধি ও মানসের সাথে৷ প্রভাবের বিবেচনায় এই দ্বিতীয় প্রকারের লড়াই কোনোভাবেই প্রথম প্রকারের চেয়ে কম ক্ষতিকর নয়; বরং কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথম প্রকারের চেয়ে অধিক৷
বর্তমান মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে এই বুদ্ধি ও মনস্তাত্ত্বিক সংকট। বিগত কয়েক প্রজন্মসহ বর্তমান মুসলিম প্রজন্মের মনস্তত্ত্বকে বুদ্ধিবৃত্তিকভাবে অচল করে দেওয়া হয়েছে। ফলে আজ রাষ্ট্র, সমাজ, পরিবার সর্বত্র দীনহীনতার সয়লাব। প্রগতি ও যুগচাহিদার নামে বর্তমান মুসলিম উম্মাহ যেই মানসিক দাসত্ব ও ধর্মহীনতার প্লাবনে গা ভাসিয়ে দিচ্ছে এর সাথে বিগত ৩০০ থেকে ৩৫০ বছরের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের গভীর সম্পর্ক আছে। “বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত” বইটি এই ইতিহাসই পাঠকের সামনে তুলে ধরবে। কীভাবে যুগের পর যুগ ধরে বুদ্ধিবৃত্তিক লড়াই চলছে, কোন কোন ক্ষেত্রে বেশি হচ্ছে এবং কীভাবে এই লড়াইয়ে আপনি ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারেন এবং নিষ্কলুষ মন নিয়ে নিরাপদে ওপারে পারি জমাতে পারেন, এই বিষয়ে দিকনির্দেশনা দেবে।
Title | বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত |
---|---|
Author | মাওলানা ইসমাইল রেহান |
Translator | আহমাদ সাব্বির |
Publisher | নাশাত পাবলিকেশন |
Pages | 384 |
Edition | 1st Published, 2021 |
Country | Bangladesh |
Language | Bangla |
নাম মুহাম্মদ ইসমাইল। ‘ইসমাইল রেহান’ তার কলমি নাম। হাফেজ, মাওলানা। জন্মেছেন করাচীতে। পহেলা ফেব্রুয়ারি, ১৯৭১। বাবা আব্দুল আজিজ। তার পূর্বপুরুষরা দেশভাগের সময় ইসলামি দেশে বসবাসের জন্য পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানে হিজরত করেন। করাচীর পুরনো গোলিমার এলাকায় বড় হয়েছেন। মায়ের কাছে দ্বীনিয়াত বিষয়ে পড়াশোনার পাশাপাশি স্থানীয় স্কুলে ফরমাল এডুকেশন গ্রহন করেন। ১৯৮৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন দারুল উলুম করাচীতে। বাহাদুরাবাদের জামেয়া মা’হাদুল খলীল আল ইসলামী থেকে ১৯৯৫ সালে তাকমীল সমাপন করেন। এর মাঝে আল্লামা আবদুর রশীদ নু’মানীর শিষ্যত্ব অর্জন করেন। তারপর ২০০৬ সালে করাচী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বি.এ (সম্মান) এবং ২০১০ সালে করাচীর উর্দু বিশ্ববিদ্যালয় (FUUAST) থেকে মাস্টার্স ডিগ্রি সমাপ্ত করেন। দীর্ঘ দুই দশক ধরে শিক্ষকতা করে আসছেন। ‘যরবে মুমিন’ ও ‘রোজনামা ইসলাম’ পত্রিকায় কলাম লিখে বিখ্যাত হয়েছেন। ২০০৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত মাসিক সুলূক ও ইহসান পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। শিশুদের জন্য প্রকাশিত একটি পত্রিকা ‘বাচ্চোঁ কা ইসলাম’ ও নারীদের নিয়ে প্রকাশিত ‘খাওয়াতিন কা ইসলাম’ পত্রিকার সম্পাদনা র সঙ্গেও জড়িত ছিলেন।
25%
25%
30%
Please login for review